শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. শাহ আলম ঢালীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।
তিনি জানান, শনিবার দিবাগত রাতে উপজেলার লক্ষ্মীপাশা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকী আসামীদের গ্রেপ্তারেও অভিযান চলছে।
অভিযাগ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি শুক্রবার রাত ৮টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠী’র মহের হাওলাদারের বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়। ওইসময় গ্রেপ্তারকৃত বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. শাহআলম ঢালীসহ স্থানীয় ১০ জন নামধারী ও অজ্ঞাতনামা ২০-২৫ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে নৌকা প্রতীকের সমর্থকদের হত্যার উদ্দেশ্যে মারধর করে আহত করে। পাশাপাশি নৌকার সমর্থকদের ৫ টি মোটরসাইকেল ভাংচুরের পাশাপাশি নগদ টাকা-পয়সা হাতিয়ে নেয় হামলাকারীরা।
এ ঘটনায় আহত আওয়ামী লীগের কর্মী ও বাকেরগঞ্জ উপজেলার দুধন মৌ এলাকার বাসিন্দা মেহেদী হাসান বাদি হয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার আসামীরা সবাই নির্বাচনকালীন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নুর কর্মী ছিলেন।
Leave a Reply