রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
আজ বৃহস্পতিবার সকালে নগরের ৩৯ নম্বর ওয়ার্ডের গড়িয়ারপার এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে দুই কেজি গাঁজাসহ আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।
আটককৃরা হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছৈলাবুনিয়া এলাকার তপন মালী (৪৯) ও পটুয়াখালী সদরের লাউকাঠীর শ্রীরামপুর এলাকার মো. আলম ফরাজি (৫২)।
এরআগে, অপর এক অভিযানে বরিশাল নগরের ৩ নম্বর ওয়ার্ডের লাকুটিয়া সড়কে অভিযান চালিয়ে ৬০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে কাউনিয়া থানা পুলিশ।
আটকরা হলেন ভোলার লালমোহন উপজেলার নয়ানী এলাকার বাসিন্দা মোস্তফা খানের ছেলে ও বরিশাল নগরের কাউনিয়া এলাকার জনৈকি রফিক হাওলাদারের বাড়ির ভাড়াটিয়া মো. আরিফ (২১) এবং বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি এলাকার সজিব (২৫)।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন মিডিয়া সেলের ইনচার্জ পরিদর্শক মো. মুনির।
Leave a Reply