সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর আজ বৃহস্পতিবার বরিশালে যাচ্ছেন আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। তাঁর সঙ্গে ঢাকা থেকে যাবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ ফারুক শামিম।
খোকন সেরনিয়াবাতের আগমনকে ঘিরে মহানগরে বড় ধরনের শোডাউন করতে তাঁর সমর্থকরা প্রস্তুতি নিয়েছেন। বিভিন্ন স্থানে তৈরি করা হচ্ছে তোরণ। লাগানো হচ্ছে তাঁর ছবিসংবলিত ব্যানার, ফেস্টুন।
বুধবার খোকন সেরনিয়াবাত বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি তাঁর মর্যাদা রক্ষা করব। নগরবাসীর প্রত্যাশা পূরণে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। দীর্ঘদিন বরিশাল দুর্ভোগের নগরী ছিল। মানুষ যাতে হয়রানি না হয় সেই প্রচেষ্টাও থাকবে।
এদিকে বুধবার বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহর সঙ্গে তাঁর ঢাকার বাসায় সাক্ষাৎ করেছেন আবুল খায়ের আবদুল্লাহ। আবুল হাসানাত আবদুল্লাহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি। এ ব্যাপারে আবুল খায়ের আবদুল্লাহ বলেন, ‘বড় ভাইয়ের সঙ্গে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। মনোনয়ন পাওয়ার পর তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি।
আবুল খায়ের আবদুল্লাহ বরিশাল আগমনকে কেন্দ্র করে তাঁর সমর্থকরা শোডাউন করতে প্রস্তুতি নিলেও জেলা ও মহানগর আওয়ামী লীগের তেমন কোনো প্রস্তুতি নেই। মহানগরের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর বলেন, ‘আবুল খায়ের আবদুল্লাহ বৃহস্পতিবার আসবেন কিনা তা আমাদের জানানো হয়নি। প্রার্থীর সঙ্গে এখনও আমাদের যোগাযোগ হয়নি। তাই আমাদের কোনো প্রস্তুতিও নেই।’
আবুল খায়ের আবদুল্লাহর সমর্থক নগরের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, দশ হাজার নেতাকর্মী মেয়রপ্রার্থীকে বরণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন। গড়িয়ারপাড় থেকে নগরীর দলীয় কার্যালয় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে তৈরি করা হচ্ছে বর্ণাঢ্য তোরণ। দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেবেন আবুল খায়ের আবদুল্লাহ।
এদিকে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গত মঙ্গলবার মহানগর আওয়ামী লীগের এক সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাঁর চাচা আবুল খায়ের আবদুল্লাহ সমর্থন জানিয়ে তাঁর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন।
বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহকে একক প্রার্থী হিসেবে মেয়র পদে আবারও মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রে প্রস্তাব পাঠিয়েছিল। কিন্তু সাদিক আবদুল্লাহ মনোনয়ন না পাওয়ায় মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা হতাশ হয়েছেন।
Leave a Reply