রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত অবস্থায় বিভিন্ন সময়ে মৃত্যুবরন করা ৫ জনের পরিবারের সদস্যদের বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ সোমবার বিসিসির নগর ভবনে মেয়রের পক্ষে আর্থিক সহায়তার চেক প্রদান করেন প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ।
বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী বনায়ন শাখার শ্রমিক আমির আলী, পরিচ্ছন্নতা বিভাগের ১০ নম্বর ওয়ার্ডের শ্রমিক মরিয়ম বেগম, ২৪ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্ন কর্মী ফরিদা বেগম, ০৬ নম্বর ওয়ার্ডের ঝাড়–দার জানু লাল এবং ২১ নম্বর ওয়ার্ডের ঝাড়–দার রিনা বেগম বিভিন্ন সময়ে মৃত্যুবরন করেন। মৃত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদানের অংশ হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ উল্লেখিত মৃত শ্রমিকদের প্রত্যেক পরিবারের অনুকূলে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেন। সে অনুযায়ী গতকাল মেয়রের পক্ষে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন। এসময় বিসিসির পচ্ছিন্নতা বিভাগের দায়িত্বে থাকা ভেটেনারি সার্জন ডা. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
Leave a Reply