সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি : আড্ডা ও গানে গানে ঈদ উদযাপন করেছেন বাবুগঞ্জ উপজেলা এসএসসি-৯৭ ব্যাচের সদস্যরা। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যায় ব্যান্ড-শো এর মাধ্যমে স্থানীয়দের সাথে ঈদ উপভোগ করেছেন তারা।
এর আাগে ৯৭ ব্যাচ ঈদ পরবর্তী পূনর্মিলনী- ২০২২ উপলক্ষ্যে দিনভর বিভিন্ন আয়োজনে উপভোগ করেছেন দিনটিকে।
দীর্ঘ ২৫ বছর পর এসএসসি -৯৭ ব্যাচের প্রায় ২ শতাধিক সহপাঠী বন্ধু একত্রিত হয়ে বাবুগঞ্জ ডিগ্রী কলেজ প্রাঙ্গন এক মিলন মেলায় পরিনত করেন।
পরিচিতি পর্বের পর শৈশবের স্মৃতিচারণ ও খুনসুটির মাধ্যমে প্রথম পর্ব শেষ করেন তারা। মধ্যহ্ন ভোজের পর অতিথিদের ঝুড়িতে বল নিক্ষেপ, বাচ্চাদের বল নিক্ষেপ, মেয়েদের পিলো পাসিং, লাকি কুপন ড্র ও পুরস্কার বিতরণী সহ কয়েকটি উল্লেখযোগ্য ইভেন্ট শেষে উন্মুক্ত ব্যান্ড -শো এর আয়োজন করেন। অতিথি ও নিজস্ব শিল্পিদের কন্ঠে গাওয়া গানে গানে মাতিয়েছেন কলেজ গেট এলাকা।
এর আগে ব্যাচের পক্ষে স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সরকারি কর্মকর্তা এস এম আদনান নোমান। ব্যাংক কর্মকর্তা মাইনুর রাসেল এর সঞ্চালনায় ও অডিট ও একাউন্টস বিভাগের অডিটর এম আসাদুজ্জামান খান আল আমিন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৯৭ ব্যাচের উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বিশিষ্ট ব্যাবসায়ী আরিফুর রহমান শিমুল সিকদার, ডাঃ এমদাদুল হক রাসেল, উপজেলা আওয়ামীলীগ নেতা গোলাম কিবরিয়া, ব্যাংক কর্মকর্তা এনামুল হক সহ আরো অনেকে ৷
ঈদ পূনর্মিলনী-২০২২ এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম রেজা, রাশেদ খান, আরিফুজ্জামান শামিম, ইঞ্জি:সাইফুদ্দীন শামিম, মুরাদ হাসান, শামিম হোসেন, মো. রানা, সাইফুল ইসলাম সুজন প্রমুখ।
দুরে থেকেও অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ব্যবসায়ী সাইফুল ইসলাম অন্তর, কানাডা প্রবাসী মৃম্ময় চন্দ্র পাল, প্রযুক্তি বিশেষজ্ঞ আরিফুর রহমান সোহাগ, বাংলা লিংক কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম মান্না, হুমায়ুন কবির প্রমুখ৷
সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিশিষ্ট ব্যবসায়ী আরাফাত হোসেন ফরিদ।
ঈদ পূনর্মিলনীতে বন্ধুরা মিলে সিদ্ধান্ত গ্রহন করেন যে, ৯৭ ব্যাচের যারা বিপদগ্রস্থ অথবা আর্থিকভাবে অসচ্ছল অবস্থায় রয়েছেন তাদের সহযোগিতা এবং উপজেলায় অসহায় মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করাসহ কল্যানমূখি কাজে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
Leave a Reply