শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ যাত্রীবেশে ইজিবাইকে উঠেছিলেন মো. শাকির হোসেন (৩৮)। এরপর ইজিবাইকে চড়ে একটি নির্জন জায়গায় যান। সেখানে গিয়ে চালক নাসির উদ্দিনকে (৩৩) হত্যা করে ইজিবাইকটি নিয়ে পালান শাকির। ঘটনার পর গাঢাকা দিয়েছিলেন তিনি। অবশেষে তাকে গ্রেফতার করেন বরিশাল র্যাব-৮ এর সদস্যরা।
র্যাবের জিজ্ঞাসাবাদে ইজিবাইকচালক নাসিরকে হত্যার কথা স্বীকার করেন শাকির। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নিহত নাসিরের ইজিবাইক ও মুঠোফোন উদ্ধার করে র্যাব।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে বরিশাল নগরীর রূপাতলী র্যাব-৮ এর সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
নিহত ইজিবাইকচালক নাসির উদ্দিন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বড় কাঁঠালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। অন্যদিকে র্যাবের হাতে গ্রেফতার মো. শাকির একই উপজেলার বাশবুনিয়া গ্রামের বাসিন্দা।
গত ২৮ ফেব্রুয়ারি ইজিবাইকসহ চালক নাসির নিখোঁজ হন। পরদিন (১ মার্চ) বিষখালী নদীর তীর থেকে নাসিরের হাত বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।]
সংবাদ সম্মেলনে র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম বলেন, চালক নাসির গত ২৮ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে বের হন। বাড়ি না ফেরায় রাত ১১টার দিকে তার ফোনে কল করে বন্ধ পান নাসিরের স্ত্রী। পরদিন নাসিরের মরদেহ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে কাঁঠালিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়। পাশাপাশি র্যাবের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
মেজর জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগ পেয়ে র্যাবের গোয়েন্দা দল হত্যার রহস্য উদঘাটন এবং ইজিবাইকটি উদ্ধার তৎপরতা শুরু করে। পরে প্রযুক্তির সহায়তা নিয়ে শাকির হোসেনকে শনাক্ত করা হয়। এরপর তার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার (২ মার্চ) রাত ১টার দিকে কাঁঠালিয়া উপজেলার বটতলা বাজারে অভিযান চালানো হয়। সেখান থেকে গ্রেফতার করা হয় শাকির হোসেনকে।
র্যাবের জিজ্ঞাসাবাদে শাকির হোসেন জানান, ইজিবাইকচালক নাসির তার পূর্বপরিচিত। ঘটনার দিন তাকে ফোন দিয়ে ইজিবাইক ভাড়া নেওয়ার কথা বলেন শাকির। এরপর ইজিবাইকে বিষখালী নদীর তীরে যান তিনি। সেখানে নাসিরকে কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়। এরপর আহত নাসিরের হাত বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেন শাকির।
মেজর জাহাঙ্গীর আলম আরও বলেন, পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার চরআইল সরদার বাড়ির সামনে থেকে নিহত নাসিরের ইজিবাইক ও বরগুনার পাথরঘাটা উপজেলার জয়নগর গ্রামের একটি পুকুর থেকে মুঠোফোন উদ্ধার করে র্যাব। উদ্ধার করা আলামত ও শাকিরকে কাঁঠালিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply