মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশালের গৌরনদী উপজেলার অসহায় হতদরিদ্র শ্রবন ও বাক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার টরকী হযরত মল্লিক দূত কুমার পীর সাহেবের মাজার প্রাঙ্গনে বধির ও প্রতিবন্ধী সংঘ গৌরনদী শাখার আয়োজনে অর্ধশতাধিক প্রতিবন্ধীদের মাঝে কম্বল, শাড়ী, লুঙ্গি ও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় স্থানীয় কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, সংঘের উপজেলা শাখার সহ-সভাপতি বধির গাজী খায়রুল ইসলাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সদস্য সচিব ও বাক ও শ্রবণ প্রতিবন্ধী সংঘ গৌরনদী শাখার প্রতিষ্ঠাতা তারেক মাহমুদ আলী ।
এসময় গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা তার বক্তব্যে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের উপর মানবিক দৃষ্টি নিয়ে সমাজের উচ্চবিত্তদের এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় গৌরনদী পৌরসভা ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন হাওলাদার তার বক্তব্যের একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন সাংবাদিক সমাজ সমাজের আয়না সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন সংবাদ জানতে পারি সৎ এবং বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের পাশে তিনি সবসময় আছেন। তিনি তার বক্তব্যে আরও বলেন সমাজের বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের প্রতি তার সহানুভূতির দৃষ্টি আগেও ছিল ভবিষ্যতেও থাকবে।
Leave a Reply