মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ যশোরের গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মনিরুজ্জামান ওরফে জামাল (৪০) নামে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে যশোর পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। আটক মনিরুজ্জামান বরিশাল জেলার কাউনিয়া উপজেলার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবি পুলিশের কয়েকজন সদস্য বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বরিশাল বিমানবন্দর থানার পশ্চিম চহঠা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় আন্তঃজেলা চোর চক্রের সদস্য মনিরুজ্জামানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply