রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রহস্যজনকভাবে কৃষকের মৃত্যুর ঘটনায় হত্যামামলা হয়েছে। মৃত কৃষক বারেক গাজীর আপন ভাই আ. হালিম গাজী (৬৭) বাদী হয়ে ৬ সেপ্টেম্বর মঠবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। হত্যা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত আ. বারেক গাজী উপজেলার ৯নং সাপলেজা ইউনিয়নের ১নং ওয়ার্ড ভাইজোড়া গ্রামের মৃত শের আলী গাজীর পুত্র। মামলার একমাত্র আসামি মো. ইউনুস হাওলাদার (৫৫) মঠবাড়িয়া উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত ওয়াজেদ আলী হাওলাদারের পুত্র।
জানা গেছে, গত ২৯ আগস্ট সকাল ১১টার দিকে মৃত আব্দুল বারেক গাজী নিজ জমিতে ইরিধানের বীজ রোপন করে। ওইদিন বিকালে কে বা কারা মামলায় উল্লেখিত আসামি ইউনুস হাওলাদারের বীজ চুরি করে। এতে মামলার আসামি বাদীর আপন ভাই মৃত আব্দুল বারেক গাজীকে সন্দেহ করে। একপর্যায়ে বাড়িতে ডেকে নিয়ে বীজতলা থেকে ধানের বীজ নেওয়াকে কেন্দ্র করে মারধর করে। এতে ঘটনাস্থলেই বারেক গাজী মারা যায়।
মামলার আসামি ইউনুস হাওলাদার বলেন, মৃত বারেক গাজীকে আমার বাড়িতে ডেকেছি এটা সত্য। তবে আমি তাকে মারধর করি নাই। বীজ নেওয়ার কথা বলতেই সে আমার কাছে ক্ষমা চেয়ে আমার পা জড়িয়ে ধরার চেষ্টা করে। আমি পা ধরতে দেইনি। বলেছি, এই সামান্য বিষয়ে পা ধরতে হবে না। আমি তাকে পান খেতে দেই। এরপর সে অসুস্থ হয়ে পড়ে।
Leave a Reply