মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:০০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হোমিওপ্যাথিক চিকিৎসক মনজুর মোর্শেদকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৩ হত্যাকারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার নগরীর শের এ বাংলা সড়ক এলাকা থেকে তরিকুল ইসলাম সাকিব, আলমগীর হাওলাদার ও পটুয়াখালী থেকে জামালকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১১ আগস্ট নগরীর কাশিপুরের চহঠা এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা মনজুর মোর্শেদকে নিজ বাড়িতে হত্যা করে তার ঘরে চুরি করা হয়। এছাড়া নগরীর ফিশারী রোড এলাকায় গত ৩ জুলাই রাতে মনোয়ার হোসেনের বাড়িতে চুরি সংঘটিত হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে দুটি ঘটনায় একই ব্যক্তির জড়িত।
পরবর্তীতে নগরীর শের এ বাংলা সড়ক থেকে সাকিব ও আলমগীর হাওলাদারকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পটুয়াখালী জেলা থেকে জামাল নামে হত্যাকান্ডে জড়িত অপর এক আসামীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে আটককৃতরা পেশাদার এবং আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
আটককৃত তিনজন এবং তাদের দলের অন্যান্য সদস্যরা মিলে বরিশালে পৃথক ওই ঘটনা ঘটিয়েছিল বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
Leave a Reply