আমতলীতে হতদরিদ্রদের চেয়ারে বসিয়ে ন্যায্যমূল্যের চাল ও আটা বিক্রি! Latest Update News of Bangladesh

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




আমতলীতে হতদরিদ্রদের চেয়ারে বসিয়ে ন্যায্যমূল্যের চাল ও আটা বিক্রি!

আমতলীতে হতদরিদ্রদের চেয়ারে বসিয়ে ন্যায্যমূল্যের চাল ও আটা বিক্রি!

আমতলীতে হতদরিদ্রদের চেয়ারে বসিয়ে ন্যায্যমূল্যের চাল ও আটা বিক্রি!




আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে মহামারি করোনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এবং উপজেলা খাদ্য অধিদপ্তরের পরিচালনায় হতদরিদ্রদের জন্য ন্যায্যমূল্যে (ওএমএস) চাল ও আটা বিক্রয় কার্যক্রম চলমান। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের (ওএমএস) ডিলার মো. বশির উদ্দিন হতদরিদ্র ক্রেতাদের চেয়ারে বসিয়ে ওই চাল ও আটা বিক্রি করে প্রশংসায় ভাসছেন।

 

 

জানা গেছে, মহামারি করোনাভাইরাস ও ধাপে ধাপে লকডাউনের কারণে হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে ন্যায্যমূল্যে (ওএমএস) চাল ও আটা বিক্রয় করার জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজের আওতায় চাল ও আটা বিক্রির উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় গত ২৫ জুলাই থেকে শুক্রবার ব্যতীত প্রতিদিন উপজেলাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চাল ও আটা বিক্রির কার্যক্রম চলমান।

 

 

সরেজমিন আজ বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের (ওএমএস) ডিলার মো. বশির উদ্দিনের চাল ও আটা বিক্রি কার্যক্রম দেখতে গিয়ে দেখা যায়, ন্যায্যমূল্যে কিনতে আসা গ্রাহকদের চেয়ারে বসিয়ে মুখে মাস্ক পরিয়ে স্বাস্থ্যবিধি মেনে একেক জনকে ডেকে চাল ও আটা বিক্রি করছেন। জনপ্রতি ৫ কেজি করে চাল ও আটা বিক্রি করছেন। প্রতিদিন ৩০০ জন এ সুবিধা পাচ্ছেন।

 

 

কথা হয় চাল ও আটা কিনতে আসা ক্রেতা বৃদ্ধ মো. নাসির উদ্দিন (৭২) ও আমেনা বেগমের (৫৫) সাথে। তারা জানান, শুরুর দিন থেকে এখানে আমরা চাল ও আটা কিনতে আসি। প্রথম দিন আমাদের মতো অনেক বৃদ্ধ পুরুষ ও মহিলা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থাকে। বিষয়টি দেখে এবং আমাদের কষ্ট লাঘবে দ্বিতীয় দিন থেকে ডিলার আমাদের জন্য চেয়ারে বসার ব্যবস্থা করেন। সেই থেকে প্রতিদিন আমরা চেয়ারে বসে আটা ও চাল কিনতেছি। আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ যেন তাকে ভালো রাখে।

 

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা ডিলারের প্রসংশা করে জানায়, এই প্রথম দেখলাম হতদরিদ্র পুরুষ ও মহিলাদের আলাদা আলাদাভাবে চেয়ারে বসিয়ে ওএমএসের চাল ও আটা বিক্রি করছে।

 

 

ওএমএস ডিলার মো. বশির উদ্দিন বলেন, চাল ও আটা বিক্রির প্রথম দিন বয়োবৃদ্ধ পুরুষ ও মহিলারা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে একসময় মাটিতে বসে পড়ে। বিষয়টি দেখে আমার খুব খারাপ লেগেছিল। তখনই সিদ্ধান্ত নিই পরের দিন থেকে চাল ও আটা কিনতে আসা ক্রেতাদের জন্য আমি চেয়ারে বসার ব্যবস্থা করব। সেই থেকে তাদের চেয়ারে বসিয়ে চাল ও আটা বিক্রি করছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD