রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ভগ্নিপতি ও শ্যালিকাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ আগস্ট) আদালতের আদেশে তাদের জেল হাজতে পাঠানো হয়।
জানা যায়, সোমবার (১০ আগস্ট) উপজেলা নিকাহ রেজিষ্ট্রার অফিসে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস গ্রামের জয়নাল খানের ছেলে সাইদ খান এবং পিরোজপুর জেলার সদর উপজেলার উদয়কাঠী গ্রামের আব্দুস সত্তার শেখের মেয়ে শ্যালিকা সাদিয়া আক্তারকে নিয়ে বিবাহের জন্য উপস্থিত হয়।
এ সময় কাজী মহিউদ্দিন বিষয়টি অনৈতিক বিধায় কৌশলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখাকে অবহিত করেন। পরে নির্বাহী কর্মকর্তা কাউখালী থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা পুলিশকে জানায় ১২ বছর আগে আটক শ্যালিকার বড় বোন আসমা আক্তারকে বিবাহ করেন। তাদের ১টি পুত্র সন্তান রয়েছে। এর পরেও তার শ্যালিকা সাদিয়ার দিকে কুদৃষ্টি পরায় তাকে তার মা তার মামা বাড়ি কাউখালীর আশোয়া গ্রামে রেখে দেয়। এতেও শেষ রক্ষা হয়নি। লম্পট ভগ্নিপতি সাইদ খান গতকাল সোমবার সেখান থেকে সাদিয়াকে সুকৌশলে বিয়ের প্রলোভন দেখিয়ে কাউখালী কাজী অফিসে নিয়ে উপস্থিত হন। কাজী অফিসে নিকাহ রেজিষ্ট্রার মোঃ মহিউদ্দিন বিয়ে না করিয়ে উপজেলা প্রশাসনকে খবর দেন। প্রশাসন সে মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।
এ বিষয় সাদিয়ার বাবা-মা টের পেয়ে সোমবার কাউখালী থানায় মেয়েকে অপহরণ চেষ্টা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে সাদিয়ার মা শাহিনুর বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বনি আমিন জানান অসামাজিক কার্যকলাপের অভিযোগে মামলা হয়েছে। আসামিকে পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।
Leave a Reply