মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বৃহস্পতিবার সকালে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর যাত্রী পরিবহন বন্ধ করে দিয়েছে শ্রমিক ইউনিয়নের নেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং শ্রমিক নেতা পরিমল চন্দ্র দাসের সমর্থকদের মধ্যে রূপাতলী বাসস্ট্যান্ডে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসস্ট্যান্ডে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও শ্রমিকরা প্রায় ৫ ঘণ্টা বাস চলাচল বন্ধ রেখেছে।
শুক্রবার সকাল ৮টার মধ্যে শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ তার সঙ্গীদের গ্রেফতার করা না হলে পুনরায় বাস চালচল বন্ধ করার আলটিমেটাম দেন। পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাউছার হোসেন সিপন ও বর্তমান শ্রমিক ইউনিয়ন সভাপতি পরিমল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক আবু শাহরিয়ার বাবু ঘোষণা দেন।
কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, বাসস্টান্ডে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করেন। একই সময় বর্তমান কমিটির বিক্ষুব্দ শ্রমিক নেতাদের শান্তনা দিয়ে বলেন, রাতের মধ্যে হামলাকারী শ্রমিক নেতা সুলতানসহ তার সঙ্গীদের গ্রেফতার করার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
রূপাতলী শ্রমিক ইউনিয়নের একটি কমিটি থাকলেও সম্প্রতি পরিমল চন্দ্র দাসকে সভাপতি ও আবু শাহারিয়ার বাবুকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা দেওয়া হয়। শ্রমিকদের একাংশ এ কমিটিকে অবৈধ দাবি করে আসলেও তারা বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে।
সুলতান মাহমুদ জানান, শ্রমিকরা কথিত কমিটিকে মেনে নেয়নি। তারপরেও তারা জোরপূর্বক বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ করতে চাইছে। তারই ধারাবাহিকতায় শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন শ্রমিক আহত হয়।
পরিমল চন্দ্র দাস হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিকরা যাত্রী পরিবহনে নিয়োজিত থাকা অবস্থায় হঠাৎ করে সুলতান মাহামুদের লোকজন শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এতে বাস মালিক সমিতির সহসভাপতি নাসির মৃধাসহ তাদের পাঁচ শ্রমিক আহত হয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. নূরুল ইসলাম জানান, বাসস্ট্যান্ডে এখন পরিবেশ শান্ত রয়েছে। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্যবিধি মেনে দ্রুত যাত্রী পরিবহনের জন্য চেষ্টা চলছে।
Leave a Reply