রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
কাঁঠালিয়া প্রতিনিধি॥ ঝালকাঠির কাঁঠালিয়ায় নতুন সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই যুবকের নাম মজলু মিয়া ও আসাদুল হক।
জানা যায়, চেঁচরীরামপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেনের মহিষকান্দি গ্রামের বাড়িতে নতুন সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। মঙ্গলবার সকালে ট্যাংকের ভেতরে ঢুকে সেন্টারিং খোলার কাজ করছিলেন মজলু মিয়া ও তেয়ারিপুর গ্রামের আসাদুল হক নামের দুই শ্রমিক। ট্যাংকের ভেতরে দমবন্ধ হয়ে দুজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের উদ্ধার করতে গিয়ে আরো এক শ্রমিক অসুস্থ হয়।
কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।
Leave a Reply