বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন
এইচ, এম হেলাল ॥ বরিশাল সদর উপজেলার ২ নং কাশিপুর ইউনিয়ন নির্বাচনে বিজয়ী হয়ে ইউনিয়ন বাসীদের সাথে কুশল বিনিময় ও খোঁজ খবর নিয়েছেন চেয়াম্যান কামাল হোসেন লিটন মোল্লা। এতে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
তারা বলছেন, জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার উদাহরণ অনেক থাকলেও ব্যতিক্রম তাদের নব-নির্বাচিত চেয়াম্যান কামাল হোসেন লিটন মোল্লা। সরেজমিনে ঘুরে জানা গেছে, নব-নির্বাচিত কামাল হোসেন লিটন মোল্লা ওয়ার্ডবাসীর দুয়ারে দুয়ারে হাজির হয়েছেন। পরে স্থানীয়দের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি ইউনিয়নের নানা সমস্যার কথা তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে যথাসাধ্য চেষ্টা করবেন বলে অঙ্গীকার করেন তিনি।
স্থানীয়রা জানান, লিটন মোল্লা নির্বাচিত হয়ে এই ইউনিয়নে যেন ভিন্নতা দেখালেন। ফলে ইউনিয়নবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে রয়েছেন লিটন মোল্লা। ২ নং কাশিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সারসী গ্রামের ইউসুফ জানান, ওই ওয়ার্ডের বাসিন্দা ইরান জানান, লিটন মোল্লা ভাই যথেষ্ট ভালো মানুষ। নির্বাচিত হওয়ার পূর্বেই তাকে যে কোন সময় বিপদে আপদে পাশে পাওয়া যেত।
আগামীতে আরো বেশি তাকে পাশে পাওয়া যাবে বলে আশা করেন তিনি। সরেজমিন গিয়ে দেখা যায়,আজ শুক্রবার কামাল হোসেন লিটন মোল্লা ইউনিয়নের ওয়ার্ডবাসীদের সাথে বিভিন্ন স্থানে কুশল বিনিময় করেন। গতকাল তিনি কলস গ্রাম , লাকুটিয়া, সাড়সী, গনপাড়া, বিল্লাবাড়ি ,পূর্ব বিল্লাবাড়ি ,তিলক,বিহঙ্গল,মগড়পাড়াসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীদের খোঁজ-খবর নেন। এছাড়া বাড়ি বাড়ি গিয়েও তিনি সকলের খোঁজ-খবর নিচ্ছেন বলে জানা গেছে। এ ব্যাপারে চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা বলেন, সেবা করতে হলে জনপ্রতিনিধি হওয়া মূখ্য নয়। তথাপি জনগণ যেহেতু তাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন তাই জনগণের সুখে-দুঃখে পাশে থাকা আমার দায়িত্ব। স্থানীয় জনগণকে সাথে নিয়েই ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধান করা হবে বলেন তিনি।
Leave a Reply