সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে স্বাস্থবিধি না মানায় ও নির্দিষ্ট সময় দোকান পাট খোলা রাখার অপরাধে ২৮১ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ৭ লক্ষ ২৯ হাজার ৭৯০ টাকা জরিমানা করা হয়েছে ।
পটুয়াখালীর ৮ টি উপজেলায় করোনা সংক্রমনের ২য় তরঙ্গ শুরুর পর থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে।এ দিকে স্বাস্থ বিধি না মেনে বাজারে যাচ্ছে মানুষ। আবার কেউ কেউ প্রয়োজন ছাড়াই রাস্তায় ঘুরে বেরাচ্ছে। তবে লকডাউন সফল করতে মাঠে রয়েছে পুলিশ ওজেলা প্রশাসনের কর্মকর্তরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় ২১৭ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ১ হাজার ৬৬২ টি মামলা দায়ের করা হয়েছে। ৭ লক্ষ ২৯ হাজার ৭৯০ টাকা জনিমানা করা হয়েছে। ১ জনকে কারাদন্ড দেয়া হয়েছে। এ ছারা গত ২৯ তারিখ থেকে ৯ হাজার ১ শত ১০ টি মাক্স বিতরন করা হয়েছে।
করোনা মোকাবেলায় জেলা প্রশাসনের চলমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মানস দাস বলেন, সরকার ঘোষিত অতি জরুরি প্রয়োজন ব্যাতিত মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ জানচ্ছি। অতি জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হলেও অবশ্যই স্বাস্থ বিধি মানার উপর জোর দিতে হবে।
নির্দিষ্ট সময় পর্যন্ত কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখা যাবে কিন্তু কোনক্রমেই শপিংমলসহ অন্যান্য দোকান খোলা যাবে না। সরকারি নির্দেশনা ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং চলমান রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও বাজারে পণ্যের কৃত্রিম সংকট রোধে জনস্বার্থে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে বলেন তিনি।
এদিকে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে ১৬ জন করোনা পজেটিভ হয়েছে তবে কেউ মারা জাননি। ১৮৬ টি করোনা টেষ্ট করা হয়েছে।
Leave a Reply