শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে ১৩০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেককে ঘর তৈরি করে দিয়েছি। তারা পরিবার নিয়ে যেন ভালোভাবে করে খেতে পারেন, সেই ব্যবস্থা করে দিয়েছি। উন্নয়ন করতে গিয়ে কোনো মানুষ যেন কষ্ট না পায়, তাদের জীবনমান যেন কখনও হুমকিতে না পড়ে তাদের জীবনমান যেন আরও উন্নত হয় সে দিকে লক্ষ্য রেখেই কাজ করে যাচ্ছি।এখানে রাস্তাঘাট, খেলার মাঠ, স্কুল, মসজিদ,কাঁচাবাজার, টিউবওয়েল, পুকুর, কমিউনিটি সেন্টার, কমিউনিটি ক্লিনিক, দোকানপাট এবং প্রত্যেক বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, নির্দেশ দিয়েছি একটি সাইক্লোন সেন্টার এখানে গড়ে উঠবে এবং এটি হবে মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার। পায়রা বন্দরেও একটি সাইক্লোন সেন্টার গড়ে উঠবে। স্বপ্নের ঠিকানা দিয়ে যে বাড়িগুলো গড়ে তুলেছি সেখানে যারা বসবাস করবেন সেখানে তারা সুন্দরভাবে থাকতে পারবেন। এখানে বিদ্যুৎকেন্দ্র হলে এলাকার লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এ অঞ্চলে একটি নৌবাহিনীর ঘাঁটি হচ্ছে। পাশাপাশি একটি সেনানিবাস করে দিচ্ছি। দক্ষিণে একটি বিমান বাহিনীরও ঘাঁটি হচ্ছে। এ অঞ্চল সব সময় অবহেলিত ছিল তাই এ অঞ্চলকে ঘিরে নানা পরিকল্পনা রয়েছে। এ সময় বক্তব্য রাখেন সাবেক সফল প্রতিমন্ত্রী গনমানুষের আস্থাভাজন নেতা আলহাজ্জ্ব মাহবুবুর রহমান তালুকদার (এম,পি) মহোদয় এবং তিনি দেশরত্ন শেখ হাসিনাকে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষে নৌকা মার্কার জন্য ভোট চান।
Leave a Reply