বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী সুনামগঞ্জের শাল্লায় প্রায় ৮২টি হিন্দু বাড়ির উপর হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে। এই অপশক্তির সঙ্গে যারা হাত মিলিয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে।
শনিবার সবুজবাগ বুদ্ধ মহাবিহারে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নানক বলেন, সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল শক্তি বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা বিভিন্নভাবেই দেশের স্বাভাবিক অবস্থাকে অস্বাভাবিক অবস্থায় পরিণত করতে চায়। এই প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী রামুতে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। আজ আবার সেই খেলায় মেতেছে ষড়যন্ত্রকারীরা।
তিনি বলেন, একাত্তরে যেভাবে আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান এক হয়ে পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকার আলবদরদেরকে পরাজিত করেছিলাম, সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কায়েম করতে হবে, এই হোক আমাদের শপথ।
আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রগতির এক মহাসড়কে। আর্থ-সামাজিক উন্নয়নের প্রতিটি সূচকে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা একজন স্বাপ্নিক মানুষ। তিনি মানুষের এই স্বপ্ন পূরণে ভিশন-২০৩১ এবং ২০৪১ ঘোষণা করেছেন। আমার দৃঢ় বিশ্বাস ভিশন-২০৪১ এর মধ্যেই বাংলাদেশ বিশ্বে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং সংশ্লিষ্ট উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী।
Leave a Reply