মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। ইয়ামাহা রাইডার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো মোটরসাইকেল চালকদের নিয়ে অনুষ্ঠান। ঢাকা, খুলনা, কক্সবাজারের পর ইয়ামাহা রাইডার্স্ ক্লাব (ওয়াইআরসি)-র আয়োজনে এবার রাইডিং ফিয়েস্তা অনুষ্ঠিত হল বরিশালে।
প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। একদিনের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা মোটরসাইকেল যোগে বরিশালে উপস্থিত হন।
এছাড়া ও বরিশালের স্থানীয় বাইকপ্রেমীরাও অনুষ্ঠানে যোগ দেন। সেখানে টেস্ট রাইড, জিমখানা রাইডিং’য়ের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনাও ছিল।
আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে ইয়ামাহার ১ হাজার সিসি’র সুপারবাইক ‘আর-বাইক সেলিব্রেটি অয়ান এম’য়ের প্রদর্শন। অনুষ্ঠানে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন এসিআই মোটরস’য়ের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস; বিক্রয় বিভাগের মহা ব্যবস্থাপক জাকির হোসেন, ইয়ামাহার স্থানীয় ডিলার ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply