শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:আমি সামনের সিটি নির্বাচনে মানুষের কাছে আর ভোট চাইব না, মানুষ যাতে আমাকে এমনিতেই ভোট দেয় সেইভাবে কাজ করার মানসিকতা নিয়ে আমি চলছি। ৩ থেকে ৪শ’ কোটি দেনা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছি। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। কর্পোরেশনের কি অবস্থা আছে সেটা এখনো ভালোভাবে বলতে পারছি না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেশ ভালো করেই কর্পোরেশনের অবস্থা জানেন। তবে এই দেনা যতদিন পরিশোধ না হবে, ততদিন আমি কর্পোরেশন থেকে সম্মানী ভাতা নেব না। আজ (২৩ অক্টোবর) মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় নগর ভবনে মেয়র ও কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এসব কথা বলেন।
তিনি বলেন, উন্নয়ন করার মত অনেক কিছু আছে। তবে মুখে নয়, আমি কাজ করে তা দেখাতে চাই। নির্বাচনের আগে আমি বারবার বলেছি বর্ধিত এলাকার উন্নয়নের কাজ করব। বস্তি ও নগরীর সড়ক ব্যবস্থা উন্নয়নে কাজ করব। আমি বড় পরিকল্পনা হাতে নিয়েছি, যেখানে নগরীর বিভিন্ন পর্যায়ের উন্নয়ন সাধিত হবে।
মেয়র সাদিক আরো বলেন, অতীতের দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখা হবে। এতে কোনো মেয়র বা কাউন্সিলর জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি যদি আমি নিজেও জড়িত থাকি সেই বিষয়েও যথাযথ নিয়মে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, কোনো কাউন্সিলর ঠিকাদারী কাজের সাথে জড়িত থাকতে পারবে না। বরিশাল সিটি কর্পোরেশনের আইন মান্য করে প্রত্যেককে কাজ করতে হবে।
বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন নতুন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল¬াহর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মোশারফ হোসেন, বরিশাল জেলা প্রশাসক অজিয়র রহমান, বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, মেয়র সাদিকের দুই সহোদর আশিক আবদুল¬াহ ও মঈন আবদুল্লাহ প্রমুখ।
এসময় মেয়রকে নব নির্বাচিত কাউন্সিলরা ফুলের শুভেচ্ছা জানান। অপরদিকে সিটি কর্পোরেশন চত্বরে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল¬াহর জন্য এক সংবর্ধনার আয়োজন করে বরিশাল মহানগর ও জেলা আওয়ামীলীগ।
বরিশাল বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল বিশ্ব বিদ্যালয়ের উপচার্য এস এম ইমামুল হক, পুলিশ কমিশনার, ডি.আই.জি, জেলা প্রশাসক, মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক এ্যাড. একে এম জাহাঙ্গির হোসাইন, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মানবেন্দ্র বটব্যাল, বরিশাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে বরিশাল জেলার সকল পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply