বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে ‘টপটেন মার্ট সুপার শপ’ নামক অভিজাত ব্যবসা প্রতিষ্ঠানে প্রকাশ্যে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল থেকে আটক ৫ কিশোর-তরুণের নামোল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে সোমবার দুপুরে মামলাটি দায়ের করা হয়।
এদিকে নগরীর প্রধান প্রাণকেন্দ্র সদর রোডে প্রকাশ্যে হামলার ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও জনতার হাতে আটক ৫ জন ছাড়া আর কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। যদিও হামলাকারীদের অনেকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদের অনেকেই নগরীতে ক্ষমতাসীন দলের নেতাদের সাথে থাকা মুখচেনা।
মামলার নামোল্লেখ করা ৫ আসামিকে হামলার সময় ‘টপটেন মার্ট সুপার শপ’ প্রতিষ্ঠানের কর্র্মকর্তা-কর্মচারীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের সঙ্গে থাকা অন্তত ২৫ কিশোর-তরুণ গ্লাস ভেঙ্গে পালিয়ে যায়।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, ‘টপটেন মার্ট সুপার শপ’ ব্যবস্থাপক এমরান শেখ বাদী হয়ে সোমবার দুপুরে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেছেন।
মামলায় নামোল্লেখ করা আসামীরা হচ্ছে- ব্রজমোহন কলেলজের ইসলামের ইতিহাসের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. রাকিব হোসেন, রোহান, সজিব, শুভ্র ও শাহাদৎ হোসেন। হামলার সময় ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। ওসি আরও বলেন, সকল হামলাকারীদের গ্রেফতার করতে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ মাঠে কাজ করেছে।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, গ্রেফতার হওয়া ৫ জনকে সোমবার আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। পরিদর্শক আসাদুজ্জামান আরও বলেন, আসামী রাকিবের স্বীকারোক্তীমূলক জবানবন্দী গ্রহনের জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। প্রয়োজন মনে হলে আসামীদের রিমান্ড আবেদন করা হবে। এদিকে প্রকাশ্যে সুপারশপে হামলার পর রবিবার রাতেই অনেক হামলাকারীর ছবি ক্ষমতাসীন দলের নেতাদের সাথে দেখা গেছে। এমনিক রাজনৈতিক কর্মসুচীর মিছিলেও রয়েছেন তারা। এ নিয়ে নগরীতে সমালোচনার ঝড় বইছে।
প্রসঙ্গত, রোববার সন্ধা ৬টার দিকে বরিশাল নগরীর প্রধান প্রাণকেন্দ্র সদর রোডে ‘টপটেন মার্ট সুপার শপ’ নামক অভিজাত ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতাবেশে ৩০-৩৫ জন তরুন ও কিশোর ঢুকে পড়ে। তারা কেনাকাটার অজুহাতে জুতা, পোশাক, ঘড়ি, প্রশাসধনীসহ দামী পণ্যগুলো দেখে দেখে তাদের সঙ্গে আনা ব্যাগে ভরতে থাকে।
প্রতিষ্ঠানটির হিসাবরক্ষক জসিম উদ্দিন জানান, আগত ওই যুবকদের প্রতিষ্ঠানের নিয়ম মেনে পণ্যর বিল প্রস্তুত করার জন্য বলা হলে তারা এক ছাত্রলীগ নেতার লোক বলে পরিচয় দেন। তাদের চলাফেরা অস্বাভাবিক মনে হওয়ায় সুপারশপের বিক্রয়কর্মীরা প্রধান ফটক আটকে দেন। আটকে পড়া তরুন-কিশোরদের সঙ্গে বিক্রয় কর্মীদের ধস্তাধস্তি শুরু হলে তারা গ্লাস ভেঙ্গে পালিয়ে যায়। গত ১ মার্চ ‘টপটেন মার্ট সুপার শপ’ নামক ব্যবসা প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়েছিল।
Leave a Reply