বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি ॥ বরিশাল নগরীর পানি উন্নয়ন বোর্ডের এক প্রকৌশলীর চালকের বিরুদ্ধে নারী নিয়ে ফূর্তি করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে গোটা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে হৈচৈ চলছে বলে জানা গেছে।
হুমায়ুন কবির বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশালী দিপক রঞ্জন দাসের গাড়ি চালক। জানা গেছে, হুমায়ুন কবিরের নামে থাকা ওয়াপদা কলোনিতে কোয়াটার রয়েছে। দীর্ঘ দিন যাবত ওই কোয়াটারে বিভিন্ন সময় নারী নিয়ে ফুর্তি করেন বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (১১ ফ্রেরুয়ারী) রাত পৌনে ৪টার দিকে হুমায়ুন কবির ওয়াপদা কলোনি থেকে ওই নারীকে বের করার সময় ডিউটিরত অবস্থায় থাকা আনসার সদস্য আলিম এর হাতে ধরা খেয়ে যায়। আনসার সদস্য আলিম নারীর বিষয়টি জানতে চাইলে হুমায়ুন বলেন, মেয়েটা রহিম, শাহিনদের বাসায় আসছে বলে মুল সড়কে বের হয়।
অপরদিকে রাতে টহলে থাকা পুলিশ সদস্যরা ওই নারীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি লঞ্চ ঘাট যাবো তবে কলোনিতে কার বাসায় আসছেন তার সঠিক কোনো উত্তর দিতে পারেননি।
এসময় পুলিশ সদস্যরা হুমায়ুনকে জিজ্ঞাসা করলে তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রীর গাড়ি চালক পরিচয় দেন বলে একটি বিশ^স্ত সূত্র নিশ্চিত করেছে। যত দুর জানা গেছে, হুমায়ুন কবিরের ২নং কাশিপুর ইউনিয়নের সাড়সি বাজারের সাথে দ্বোতলা একটি ভবন রয়েছে। পাশাপাশি দুইটি গাড়িও রয়েছে তার। এ যেন আরেক মালেক!
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশালী দিপক রঞ্জন দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, হুমায়ুন কবিরের বিষয়টা নিয়ে আমরা সবাই অবগত আছি। প্রধান নির্বাহী প্রকৌশালী নুরুল ইসলাম সরকার আসলে তাকে জানানো হবে । তারপরও বিভাগীয় তদন্ত করতেছি।
এ বিষয় হুমায়ুন কবির বলেন, রাতে বের হইছি আমার স্ত্রী ঢাকা থেকে বরিশালে আসছে তাই রাতে বের হয়ে লঞ্চ ঘাট যাওয়ার উদ্ধেশ্যে বের হইছি। নারীর বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ওই নারী না মেয়ে কোথা থেকে আসছে তা আমি কি করে বলবো ? আনসার সদস্য আলিম আমাদের গেটে ছিলো না। দোকানের সামনে দেখে বললাম তুমি এখানে কি করো? ও বললো সিগারেট খেতে আসছি। আমিও বললাম আমিও সিগারেট খেতে আইছি। মেয়েটর সাথে পুলিশ কথা বলছে, পরে আমাকে পুলিশ জিজ্ঞেস করছে, আমি এক্সিয়েন স্যারের ড্রেইভার, আমার স্ত্রী ঢাকা থেকে আসছে লঞ্চঘাটে যাচ্ছি। পরে আমার এক বড় ভাই এলে তার সাথে চলে যাই, তারপরও পুলিশ আমাকে ডাকছিলো আমি দাঁড়াইনি। মেয়েলি ব্যপার তো তাই আর দাঁড়াইনি। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাশিপুর ইউনিয়নের সাড়সি বাজারের সাথে ২য়তলা একটি ভবন আছে সেটা আমার স্ত্রীর নামে, এছাড়া যৌথভাবে একটি গাড়ি ক্রয় করছি তা গ্যারেজে আছে।
আনসার সদস্য আলিম বলেন, রাতে মেয়েটি ও হুমায়ুন কবির এক সাথে বের হয়। বিষয়টি আমি আমার স্যারদের জানিয়েছি।
Leave a Reply