সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার তালতলী উপজেলায় বকেয়া বেতন-ভাতার দাবিতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রাম পুলিশ সদস্যরা।
উপজেলার ৭০ জন গ্রাম পুলিশ সদস্যরা প্রায় ২৩ মাস ধরে ইউনিয়ন পরিষদের (ইউপি) অংশের বেতন ভাতা পাচ্ছে না। যা তাদের বেতন এর অর্ধেক। নিয়মিত কাজ করেও বেতন-ভাতা না পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে স্বপরিবারে অবস্থান কর্মসূচি পালন করেন গ্রাম পুলিশ সদস্যরা।
মঙ্গলবার (২ মার্চ) সকাল দশটা থেকে ১২টা পর্যন্ত তালতলী উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান মিয়ার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন গ্রাম পুলিশ সদস্যরা।
জানা যায়, উপজেলায় ৭টি ইউনিয়নে মোট ৭০ জন গ্রাম পুলিশ সদস্য। এদের মধ্যে সাতজন দফাদার ও ৬৩ জন মহল্লাদার। সরকারি নির্দেশ অনুযায়ী দফাদারা প্রতি মাসে ৭০০০ টাকা ও মহলাদাররা ৬৫০০ টাকা করে বেতন পেয়ে থাকেন। মোট বেতনের অর্ধেক ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে দেওয়া হয়। কিন্তু দীর্ঘ ২৩ মাস ধরে ইউপি অংশের বেতন-ভাতা পাচ্ছেন না তারা।
এছাড়াও গ্রাম পুলিশদের প্রতি মাসে ১ হাজার দুইশত টাকা হাজিরা ভাতা দেওয়ার কথা থাকলেও ২৩ মাস ধরে তারা সেটাও পাচ্ছেন না।
উপজেলার গ্রাম পুলিশ সভাপতি গাজী মো. চান মিয়া জানান, দীর্ঘ ২৩ মাস ধরে বেতন ভাতা পাচ্ছিনা, মহামারী করোনাভাইরাস এর মধ্যে দিনরাত নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। বকেয়া বেতন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন গ্রাম পুলিশ সদস্যরা।
তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করার পরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান ১০ দিনের সময় চেয়েছেন ১০ দিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান জানান, শীঘ্রই তাদের বকেয়া বেতন-ভাতা দেওয়া হবে।
Leave a Reply