বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
মির্জাগঞ্জ প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রেমিককে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় কপালভড়া গ্রামের ওই ভুক্তভোগী সোমবার সকালে তার প্রেমিক সৌরভ মিস্ত্রীকে (১৮) আসামি করে মির্জাগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। সৌরভ উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের ভবতোষ মিস্ত্রীর ছেলে।
মামলার অভিযোগে বলেন, ভুক্তভোগীর সাথে সৌরভ মিস্ত্রীর দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। সৌরভ বিভিন্ন সময় তাকে মিথ্যা বিয়ের প্রলোভন দিতেন। ঘটনার দিন ভুক্তভোগী তার মামার বাড়িতে বেড়াতে আসেন। এ সুযোগে আসামি সৌরভ ওই রাতে তার (ভুক্তভোগীর) মামার বাড়িতে আসেন। রাতে তাদের বাড়িতে কেউ না থাকার সুযোগে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তার সাথে শারিরীক সম্পর্কের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী রাজী না হওয়ায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায় তার চিৎকারে ভুক্তভোগীর মামা ও আশপাশের লোকজন চলে আসেন। পরে তারা মির্জাগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সৌরভকে আটক করে।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মহিবুল্লাহ জানান, মির্জাগঞ্জে ধর্ষণের চেষ্টায় মামলা হয়েছে। একমাত্র আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়াও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
Leave a Reply