শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ নবাগত কিংবা নব-নির্বাচিত সে যেই হোন না কেন এক শ্রেনীর চাটুকার থাকে যারা সব সময় নেতা কিংবা উর্ধ্বতন কর্মকর্তার আশির্বাদ পেতে ঘুর ঘুর করে। নেতার দৃষ্টি আকর্ষন করে ফায়দা লোটাই তাদের কাজ। বরিশাল সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সংবর্ধনা অনুষ্ঠানে নেতা-কর্মীদের উপস্থিতি তেমনটাই মনে করিয়ে দেয়। কেননা গতকাল সোমবার টুঙ্গিপাড়ায় নয়া মেয়রকে স্বাগত জানাতে ফ্রী বাসে দল বেঁধে যাওয়া আর আজকের সংবর্ধনা স্থানে চেয়ার ফাঁকা থাকা তারই লক্ষণ। অবশ্য আজ মেয়র সাদিকের দায়িত্ব গ্রহণ ও গণ সংবর্ধনা অনুষ্ঠানে ওয়ার্ড নেতাকর্মীদের দাওয়াত না দেয়ায় এমনটি হয়েছে বলে দাবী করেন ওয়ার্ড আ’লীগের নেতারা। যদিও এর কোন সত্যতা পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার (২৩ অক্টোবর) বরিশাল সিটি কর্পোরেশন চত্বরে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল¬াহর জন্য এক সংবর্ধনার আয়োজন করে বরিশাল মহানগর ও জেলা আওয়ামীলীগ। আর সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে গত তিনদিন ধরেই নগর ভবন এর সামনে সড়কটি বন্ধ করে দেয়া হয়। এতে করে গত তিনদিন ধরে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। বিকেলে গণসংবর্ধনা মঞ্চে নয়া মেয়র সাদিক আসলেও মঞ্চ প্রায় ফাঁকা ছিল। পেছনের দিকের চেয়ারগুলো ফাঁকা থাকায় অনেককেই বলতে শোনা গেছে, ‘আজ নেতাকর্মীরা কোথায় গেল?”।
নাম প্রকাশে অনিচ্ছুক ওয়ার্ড আ’লীগের এক নেতা বলেন, গণ সংবর্ধনা মঞ্চ আজ কানায় কানায় পূর্ণ থাকার কথা। কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডে দাওয়াত না দেয়ায় অনেকেই এখানে আসেননি। সংবর্ধনা স্থলে আসা ২নং ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, নির্বাচনের দিন আ’লীগ সমর্থক অনেকেই ভোট দিতে পারেনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নৌকার সমর্থককেও ভোট দিতে বিশ্বাস করেনি। যার কারণে তাদের কাছ থেকেও মেয়রের ব্যালট নিয়ে ছিল মেরেছে।
এদিকে সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে সংবর্ধনা স্থলে মানুষের ভীর লক্ষ্য করা গেছে। কেউবা এসেছেন তাদের প্রিয় নেতাকে মেয়র হিসেবে এক নজর দেখার জন্য।
বরিশাল বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল বিশ্ব বিদ্যালয়ের উপচার্য এস এম ইমামুল হক, পুলিশ কমিশনার, ডি.আই.জি, জেলা প্রশাসক, মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক এ্যাড. একে এম জাহাঙ্গির হোসাইন, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মানবেন্দ্র বটব্যাল, বরিশাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে বরিশাল জেলার সকল পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
গণ সংবর্ধনার পূর্বে বিকাল সাড়ে ৩টায় নগর ভবনে মেয়র ও কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন নতুন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল¬াহর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মোশারফ হোসেন, বরিশাল জেলা প্রশাসক অজিয়র রহমান, বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, মেয়র সাদিকের দুই সহোদর আশিক আবদুল¬াহ ও মঈন আবদুল¬াহ প্রমুখ।
এসময় মেয়রকে নব নির্বাচিত কাউন্সিলরা ফুলের শুভেচ্ছা জানান।
Leave a Reply