বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম-বার প্রাণঘাতী টিকা গ্রহণে মনগড়া ও ভ্রান্ত ধারণায় বিভ্রান্তি না হওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার ( ১১ ফেব্রুয়ারি ) টিকা গ্রহণকালে পুলিশ সদস্যসহ সর্বস্তরের মানুষকে এমন আহ্বান জানান। এসময় তিনি বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে টিকা নেন।
পুলিশ কমিশনার আরও বলেন, সম্মুখ যোদ্ধা হিসেবে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে মানুষের করোনা মোকাবিলায় যেমন পাশে থেকেছি , তেমনি টিকা গ্রহণ করে জনগণকে উদ্বুদ্ধ করতে আমরা অগ্রভাগে ভ্যাকসিন গ্রহণ করছি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার ও কমিশনারের স্টাফ অফিসার সহকারী কমিশনার প্রকৌশলী শাহেদ চৌধুরী প্রমুখ।
Leave a Reply