বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চলছে মাঘ মাস। কথায় আছে ‘মাঘের শীত বাঘের গায়’। অথচ শীতের মধ্যে দেশের কোথাও কোথাও হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রোববার খুলনা ও সাতক্ষীরা এলাকায় ৩ মিলিমিটার এবং বরিশাল ও ভোলায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জ, কুমিল্লা, রংপুর ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে। রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
কুমিল্লা, নোয়াখালী অঞ্চলসহ সিলেট বিভাগের কিছু জায়গায় আবারো হালকা কিংবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রী সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত
শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে- ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে- ২৯ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে।
Leave a Reply