বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের রেইনট্রিতলা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে মাহিন্দ্রা (থ্রিহুইলার) ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি থ্রি হুইলার ৬জন যাত্রী নিয়ে বরিশাল থেকে রহমতপুর যাচ্ছিল। রেইনট্রিতলা নামক স্থানে পৌঁছালে আরেকটি মাহিন্দ্রা থ্রিহুইলার ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা জিসকা ফার্মাসিউটিক্যালসের কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে থ্রিহুইলারের সব যাত্রী কমবেশি আহত হয়। গুরুতর অবস্থায় ড্রাইভার বেলাল, হাসিবুল এবং আশ্রাব আলীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply