বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা, বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন থেকে নৌকার প্রার্থী হতে আবেদনপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু।
বৃহস্পতিবার ২১ জানুয়ারি বিকেলে তিনি কয়েক শতাধিক নেতা ও কর্মীদের নিয়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দপ্তর সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুমনের কাছে আবেদনপত্র জমা দেন।
তিনি জানান গত নির্বাচনে তার জনপ্রিয়তা থাকার পরেও দল তাকে মনোনয়ন দেননি। এবাবের নির্বাচনে চাখারের তৃণমূলের নেতা ও কর্মীদের মতামত যাচাই বাচাই করলে নৌকার দাবীদার প্রার্থীদের জনপ্রিয়তার মাপকাঠি নির্ণয় করা যাবে।
Leave a Reply