বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ গৌরনদী পৌরসভা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৌর নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থী মোঃ হারিছুর রহমানের সমর্থনে আজ মঙ্গলবার বিকেলে গৌরনদীর দিয়াশুর মাতবর বাড়ী মসজিদ সংলগ্ন ঈদগাহ্ মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পৌরসভার ৮নং ওয়ার্ডের সভাপতি মোঃ হানিফ বেপারী । প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দলীয় মেয়র প্রার্থী মোঃ হারিছুর রহমান। । বক্তব্য রাখেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.আকবার হোসেন ফারুক, কুয়েত আওয়ামী লীগের সাবেক সধারন সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
উঠান বৈঠকে মেয়র প্রার্থী মোঃ হারিছুর রহমান বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পূনরায় আমাকে নির্বাচিত করলে পৌরবাসী হবেন মালিক আর আমি হবো আপনাদের পাহারাদার। উঠান বৈঠকে এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সি, সাবেক নারী ভাইস চেয়াম্যান এ্যাড.সাহিদা আকতার, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম দিলিপ , উপজেলা যুবলীগের সভাপতি আনিচুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সাণ্টু, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহীয়ান হোসেন রাতুল -সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।
Leave a Reply