বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কোতোয়ালি থানা, কাউনিয়া থানা, মেট্রোপলিটন পুলিশ লাইন্সে গাড়ি হস্তান্তর করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বরিশাল নগরীর মানুষের জন্য সেবার মান বাড়াতে চারটি নতুন গাড়ি সংযোজন করা হয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশে। এর মধ্যে কোতোয়ালি থানায় দুটি, কাউনিয়া থানায় একটি, মেট্রোপলিটন পুলিশ লাইন্সে একটি গাড়ি দেয়া হয়েছে।
সোমবার দুপুরে গাড়িগুলো হস্তান্তর করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
তিনি বলেন, জনগণকে দ্রুত সেবা দিতে আমরা বদ্ধপরিকর। সে লক্ষ্যেই এসব গাড়ি ব্যবহার করা হবে। আগামীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশে আরো গাড়ি সংযুক্ত হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ কমিশনার (সদর দফতর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ কমিশনার (সিটি এসবি) মো. জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত উপ কমিশনার (সদর দফতর) রুনা লায়লা, সহকারী কমিশনার (স্টাফ অফিসার) শাহেদ আহমেদ চৌধুরী, সহকারী কমিশনার (ডিবি) মো. রবিউল ইসলাম শামীম, কোতোয়ালি থানার ওসি মো. নুরুল ইসলাম, কাউনিয়া থানার ওসি মো. আজিমুল করিম প্রমুখ।
Leave a Reply