বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া পৌরসভার পঞ্চমতম নির্বাচনে ৮নং ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার দৃঢ় প্রত্যয় নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাহফুজ আহম্মেদ সাইফুল।
শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার সময় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামানের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার পিতা মো. আব্দুর রব সরদার ও যুবলীগ নেতা মুরাদ কাজী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দানের অনেক আগে থেকেই মাহফুজ এলাকার সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের খোঁজ-খবর নিয়েছেন।
এ সময় মাহফুজ বলেন তিনি নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে সকলের মতামত নিয়ে কাজ করবো।
তিনি আরও বলেন এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের ভাগিদার হয়ে তাদের পাশে থাকবো। সামাজিক ব্যাধিরোধ কল্পে সরকার ও বিভিন্ন সংস্থার সাথে থেকে কাজ করবো ইনশাআল্লাহ। উল্লেখ্য এ পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহন।
Leave a Reply