শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জ উপজেলার পত্রিকা এজেন্সি ‘সুলতান বুক স্টল’ এর স্বত্ত্বধীকারী সুলতান আহম্মেদ’র মাতা হায়াতুন নেছা (১০৭) ইন্তেকাল করেছেন। শনিবার রাত ১১:১০ মিনিটে দ্বারিকার নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে এহকাল ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। মরহুমের জানাজা নামজ রবিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে।
সুলতান আহাম্মেদ’র মাতার মৃত্যুতে বাবুগঞ্জ প্রেসক্লাবসহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন। এছাড়া শোক প্রকাশ করেছেন বরিশাল-৩ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপু, সাবেক সাংসদ এ্যাড: শেখ মোঃ টিপু সুলতান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, সাধারণ সম্পাদক এসএম খালেদ হোসেন স্বপন, জেলা পরিষদ সদস্য মাইনুল হোসেন পারভেজ মৃধা, জাপা সভপতি মকিতুর রহমান কিসলু, আ’লীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মুহাঃ আক্তার উজ জামান মিলন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শাহিন হোসেন, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
Leave a Reply