শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের দুই পৌরসভায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এ সময় প্রার্থীদের সাথে মতবিনিময় এবং ইভিএম পদ্ধতি সম্পর্কে প্রার্থীদের ধারনা দেয়া হয়।
শুক্রবার দুই ধাপে নগরীর কাশীপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম। এর পরপরই বিকেল থেকে প্রার্থীরা প্রচারণায় নেমে যান।
রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম প্রথমে বাকেরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া, বিএনপির এসএম মনিরুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা খলিলুর রহমানের হাতে তাদের নিজ নিজ দলের প্রতীক তুলে দেন। পরে ওই পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডের ২৫জন এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের ৯জন কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন তিনি।
একইভাবে শুক্রবার বিকেল ৩টায় উজিরপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের গিয়াস উদ্দিন বেপারী, বিএনপির মো. শহিদুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী শহিদুল ইসলামের হাতে তাদের নিজ নিজ দলের প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। এসময় উজিরপুর পৌরসভার ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ৯জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ২৪জন কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেয়া হয়।
এদিকে প্রতীক বরাদ্দের সময় পৃথক মতবিনিময় সভায় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দেন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম। এ সময় তাদের ইভিএম পদ্ধতি সম্পর্কে বাস্তব ধারনা দেয়া হয়।
প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর এই দুটি পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। প্রতীক বরাদ্দ পেয়ে নিজ নিজ এলাকায় ফিরেই আনুষ্ঠানিকভাবে গণসংযোগে নেমে পড়েছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা বলে উজিরপুর ও বাকেরগঞ্জ পৌর এলাকা সূত্রে জানা গেছে।
Leave a Reply