সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার সন্ধ্যায় ৭টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। গুলিতে আহত ইউপি চেয়ারম্যান মো. আব্দুল রহিমকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ইউপি চেয়ারম্যান জানান, তিনি জরুরি কাজের জন্য ইউপি কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় বোরখা পরিহিত দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। সস্ত্রাসীদের ছোড়া একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও একটি গুলি চেয়ারম্যানের বাম কানের লতিতে লাগে। এ সময় তিনি চিৎকার করলে মুখোশধারী দুর্বৃত্তরা ধারলো অস্ত্র দিয়ে তাকে কোপাতে থাকে। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, তিনি বাইরে আছেন। মোবাইলে তিনি ঘটনা শুনেছেন। জরুরিভাবে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের খোঁজা হচ্ছে।
Leave a Reply