মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
বরিশাল শহরের বগুরা রোডের একটি ফ্ল্যাট বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। এসময় চোর চক্র ওই ঘর থেকে প্রায় চার লাখ টাকার মালামুল চুরি করেছে। শুক্রবার দিবাগত রাত গভির রাতে ওই এলাকার নৈকাঠী হাউসে এই চুরি সংঘটিত হয়।
বাড়ির মালিক মাহাবুবুল আলম জানান, গত ৮ অক্টোবর সন্ধ্যায় স্ব-পরিবারে ঢাকায় যান তিনি। শনিবার দুপুরে বাড়ির ভাড়াটিয়া পানির মটার চালু করতে তৃতীয় তলায় গেলে তাদের ঘরের দ্বরজা খোলা দেখতে পায়। তাৎক্ষনিকভাবে ওই ভাড়াটিয়া বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। পরে কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
এসআই মিজান জানায়, বাড়ির মালিক ঘটনাস্থলে উপস্থিত নেই। তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হয়েছে। সে জানিয়েছে বড় মেয়ের বিয়ের বিয়ের সাড়ে ৭ ভরি স্বর্ণালংকার ও ৪১ হাজার টাকার প্রাইজবন্ড স্টিল আলমিরার মধ্যে ছিলো। চোর সেগুলো নিয়ে পালিয়ে গেছে।
এসআই মিজান বলেন, ঘটনার পূর্বে অর্থাৎ শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বাড়ির একজন ভাড়াটিয়া তৃতীয় তলায় পানির মটার ছড়তে যান। তখনও বাড়ি মালিকের ঘরের দ্বরজা বন্ধ দেখতে পেয়েছিলো। শনিবার দুপুরে পুনরায় মটার ছাড়তে গিয়ে তিনি দ্বরজা খোলা দেখেন। তবে পুরো ঘটনাটি নিয়ে সন্দেহ রয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবার মামলা দায়ের করলে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন এসআই মিজান।
Leave a Reply