বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন
আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে ২ যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাভলুকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে উচ্চ আদালতের নির্দেশে আওয়ামী লীগ নেতা লাভলু অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২ আগস্ট কতিপয় সন্ত্রাসী কেশবপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রুমান তালুকদার (৩১) ও তার চাচাতো ভাই যুবলীগ কর্মী ইশাদ তালুকদারকে (২৫) কুপিয়ে ও পিটিয়ে খুন করে। এ ঘটনায় নিহত রুমানের বড়ভাই মফিজ উদ্দিন পিন্টু ৫৯ জনের নাম উল্লেখ করে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাভলুকে।
প্রসঙ্গত, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকুর সঙ্গে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাভলুর আধিপত্য নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে।
Leave a Reply