বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কিশোরগঞ্জের করিমগঞ্জে সিঁধ কেটে ঘরে ঢুকে পাঁচ বছর বয়সী এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত মধ্যরাতে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আজ সোমবার সকালে শিশুটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ঘটনার পর রাতেই ধর্ষক মোহাম্মদ আলী (৪৫) গাঢাকা দিয়েছে। সে সাঁতারপুর গ্রামের মৃত আবু হোসেনের ছেলে। লম্পট প্রকৃতির মোহাম্মদ আলীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে শিশু ও নারীদের যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতের খাবার শেষে শিশুটি নিজেদের ঘরে বাবা-মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতের দিকে মোহাম্মদ আলী সিঁধ কেটে তাদের ঘরে ঢুকে ঘুমন্ত শিশুটিকে বাড়ির পাশের ফসলি মাঠে তুলে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ শেষে ফেলে রেখে যায়।
শিশুটির চিৎকার শুনে গ্রামের এক মহিলা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে আজ সোমবার সকালে শিশুটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন। লোকজন দেখলেই ভয় আর আতঙ্কে কাঁদছে শিশুটি।
করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষক মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। এ ছাড়া এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply