বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর বাজারে আজ রবিবার সকালে ইসরাাফিল মোল্যা (২৫) নামে এক আওয়ামী লীগকর্মীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ।
মাগুরা সদর হাসপাতালে ভর্তি ইসরাফিল জানান, সকাল ১০টার দিকে তিনি গঙ্গারামপুর বাজারে বাড়ির জন্য কিছু মালামাল কিনতে যান। এ সময় পুর্ব বিরোধের জের ধরে গঙ্গারামপুরের মাকসুদুর রহমান ডলারের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল তার ওপর হামলা চালায়। এ সময় তারা দুই পায়ে হাতুড়ি দিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। ডলার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ ফিরোজ হোসেনের সমর্থক এবং গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
এদিকে গঙ্গারামপুরের সাইদ মোল্যাসহ অন্যরা জানান, গ্রামীণ দলাদলি নিয়ে গঙ্গারামপুর ইউনিয়ন চেয়ারম্যান শেখ ফিরোজ হোসেনের সমর্থকদের সাথে শালিখা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেনের সমর্থকদের দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বসূত্রে গত ৪ আগস্ট উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় ১০ ব্যক্তি আহত, ১৫টি বাড়িতে লুটপাট ভাঙচুর হয়। এ সংঘর্ষের পর থেকে উভয় গ্রুপে উত্তেজনা চলমান ছিল। একপর্যায়ে আজ রবিবার সকালে কামাল হোসেনের সমর্থক ইসরাফিলকে একা পেয়ে চেয়ারম্যান ফিরোজের সমর্থক ডলারসহ অন্যরা এ হামলা চালায়।
শালিখা থানার ওসি তরীকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply