বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিরাজগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ মাহবুবুর রহমান নামক এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পৌর আওয়ামী লীগের সদস্য ও ধানবান্ধী ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার র্যাব-১২ এর কোম্পানীর কোম্পানী কমান্ডার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর থানাধীন জুবলীরোড মোড়ে অভিযান চালানো হয়। এ সময় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
আসামি মাহবুবুর রহমান সিরাজগঞ্জ সাদরের পৌর এলাকার ধানবান্ধী জেসি রোডস্থ মৃত আলী আকবর মিয়ার ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের সদস্য ও ধানবান্ধী ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
র্যাব জানায়, সরকারি দলের পরিচয় দিয়ে মাহবুব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। ২০০ পিস ইয়াবা, ২টি মোবাইল, ২টি সিম এবং নগদ এক হাজার টাকাসহ তাকে হাতেনাতে ধরা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply