মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
এএসএম জসিম, বরগুনা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটা উপজেলার ‘এফবি তিন বোন’ নামক একটি ট্রলার তিন দিন ধরে সাগরে ভাসছে। মাছ ধরার সময় শ্যাফট ভেঙে প্রপেলার (পাখা) সাগরে পড়ে গেলে এ অবস্থার সৃষ্টি হয়। ট্রলারে মোট ১৭ জন জেলে রয়েছে। ট্রলারের মালিক পাথরঘাটা পৌর সভার ২ নম্বর ওয়ার্ডের হেমায়েত মল্লিক।
রবিবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে বরগুনার জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার মালিকের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১০ আগস্ট পাথরঘাটার বিএফডিসি ঘাট থেকে ১৫ দিনের বাজার-সদাই কিনে ১৭ জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারে যায় ট্রলারটি।
ট্রলার মালিক হেমায়েত মল্লিকের বরাত দিয়ে তিনি আরো জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে এফবি তিন বোন ট্রলারটি গভীর সাগরে মাছ শিকার করে ফিরে আসার সময় সুন্দবনের শ্যালা এলাকায় ৩ দিন আগে হঠাৎ ট্রলারের পাখা ভেঙে সাগরে পড়ে যায়। এর পর থেকেই ট্রলারটি সাগরে সাগরে ভাসছিল। আজ রবিবার ট্রলার মালিককে মোবাইল ফোনের মাধ্যমে মাঝি এ খবর জানায়।
গোলাম মোস্তফা চৌধুরী আরো জানান, তারা পাথরঘাটা স্টেশনের কোস্ট গার্ডকে অবহিত করে ভাসতে থাকা ট্রলারটি উদ্ধারের জন্য পৃথক একটি ট্রলার ২০ জন শ্রমিকসহ পাঠানো হয়েছে।
কোস্ট গার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. (বিএন) মেহেদী হাসান জানান, যে এলাকায় ট্রলারটি বিকল হয়েছে সেই স্থানটি আমাদের আওতার মধ্যে না হওয়ায় আমি মোংলা কোস্ট গার্ডকে বলে দিয়েছি। তারা উদ্ধার জন্য নেমেছে বলে নিশ্চিত করেন তিনি।
এ প্রসঙ্গে কোস্ট গার্ড মোংলা স্টেশনের অপারেশন অফিসার লে. কমান্ডার ইমতিয়াজ বলেন, আমরা এর মধ্যেই সংবাদ পেয়েছি এবং কোস্ট গার্ড শিপ ‘স্বাধীন বাংলা’কে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
Leave a Reply