সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশাল নগরীতে ৩০ পিচ ইয়াবাসহ এক জনকে আটক করছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট ) সন্ধা সাড়ে ছয়টার সময় নগরীর কাশিপুর পল্লি বিদ্যুৎ অফিসের সামনে থেকে ইয়াবা ব্যবসায়ী আতিকুল শরিফ সুজনকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
আটককৃত সুজন ২ নং কাশিপুর ইউনিয়নের তিলক গ্রামের মৃত সুলতান শরিফের ছেলে সে। এয়ারপোর্ট থানার এস আই এনামুল হক’র নেতৃত্বে, এস আই মাইনুল, এ এস আই আব্দুল আউয়াল, এ এস আই জব্বার ও এ এস আই আসাদুল এ অভিযান পরিচালনা করেন । এস আই এনামুল হক জানান,
গোপন সংবাদের ভিত্তিতে পল্লি বিদ্যুৎ অফিসের সামনে অভিযান চালিয়ে সুজনকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Leave a Reply