বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মানিকগঞ্জের শিবালয় উপজেলার দুর্গম চরাঞ্চলে বন্যা দুর্গতদের মাঝে নৌকা নিয়ে বাড়ি বাড়ি ত্রাণসামগ্রী পৌঁছে দিলেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আলোকদিয়া চরের বিভিন্ন এলাকায় পুর্ণতা অরগানাইজেশন বাংলাদেশের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণের মধ্যে চাল, ডাল, লবন তেল স্যালাইনসহ নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তেওতা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের, পুর্নতা অরগানাইজেশনের সভাপতি মো. তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মাহি, কালের কণ্ঠ ও বৈশাখী টেলিভিশের সাংবাদিক মারুফ হোসেনসহ প্রমুখ।
ওসি ফিরোজ কবির বলেন, এবার দীর্ঘস্থায়ী বন্যায় লোকজন চরম দুর্ভোগে পরেছে। বিশেষ করে চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে বন্যার পানিবন্দি থাকার কারণে নানা সমস্যা দিন কাটছে তাদের। নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন হয়ে পরেছে। মাঠের সকল ফসল পানিতে নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে যমুনার পানি কমতে শুরু করলেও এখনও চরাঞ্চলের গুলোতে বন্যার পানি নামেনি। বন্যার শুরু থেকে সরকারি সহায়তার পাশাপাশি মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম স্যারের নির্দেশে বানভাসি মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
Leave a Reply