মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় একই পরিবারের তিনজন হত্যার রহস্য উদঘাটিত হয়েছে। ঘটনার মূল পরিকল্পনাকারী গ্রেফতার হওয়ার পর, তার স্বীকারোক্তিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
শনিবার মূল পরিকল্পনাকারী ওলী বিশ্বাস ও তার সহযোগী রাকিব ব্যাপারীকে গ্রেফতারের পর রাতেই মঠবাড়িয়া থানায় সংবাদ সম্মেলন করেন এসপি হায়াতুল ইসলাম খান।
এসপি হায়াতুল ইসলাম খান বলেন, তারা প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছেন। ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও কিছু জিনিসপত্র উদ্ধার করেছি।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের আশায় ৩১ জুলাই ধানীসাফা এলাকার অটোচালক আয়নালের ভাড়া বাসায় ওলী ও রাকিবসহ চারজন সিঁদ কেটে ভিতরে ঢুকে। এ সময় তাদের চিনে ফেলায়, আয়নাল, তার স্ত্রী খুকুমনি ও তিন বছরের শিশু আসফিয়াকে হত্যা করে তারা।
তিনি আরো বলেন, আয়নাল খুনী ওলীকে বলেন ‘ওলী ভাই, আমাকে মারিস না, তোর যা নেয়ার তুই নিয়ে যা।’ এসময় স্ত্রী ও একমাত্র মেয়েটিকে বাঁচানোর জন্যও আয়নাল অনেক আকুতি করেন। পরে তিনজনকে শ্বাসরোধে হত্যার পর ঘরেই মরদেহ ঝুলিয়ে রাখা হয়।
হত্যাকাণ্ডে অংশ নেয়া বাকি দুইজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন আরো ছয়জনকে আটক করা হয়েছিলো।
Leave a Reply