বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঝিনাইদহের শৈলকূপায় শিশুকে ধর্ষণের পর কালাম শাহ নামে এক ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে ওই উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শৈলকূপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গ্রামের একটি গাছ থেকে ধর্ষণে অভিযুক্ত কালাম শাহ’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, বুধবার দুপুরে প্রতিবেশীর ছয় বছর বয়সী মেয়েকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন কালাম শাহ। ওই সময় মেয়েটির চিৎকারে তার মা ছুটে এলে কালাম শাহ পালিয়ে যান।
পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই কালাম শাহ পলাতক ছিলেন। বৃহস্পতিবার ভোরে স্থানীয়দের খবরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
Leave a Reply