মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গোপালগঞ্জে আগুনে পুড়ে সুশীল মন্ডল নামে অবসরপ্রাপ্ত এক স্কুল-শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। সদর উপজেলার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সালাউদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিঃসন্তান ওই স্কুল শিক্ষকের স্ত্রী অনেক আগে মারা গেছেন। ঘটনার সময় অন্যান্য দিনের মতো একাই তিনি তার টিনসেড-ওয়াল ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় কোনোভাবে ঘরে আগুন লেগে যায়। পরে ওই ঘরে আগুন জ্বলছে দেখে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। ততক্ষণে তিনিসহ ঘরের অধিকাংশই পুড়ে যায়।
গোপালগঞ্জ ফায়ার-সার্ভিসের স্টেশন-মাস্টার স ম আরিফুল হক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার-সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে মরদেহ সাহাপুর ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply