শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চাঁদপুর সদরের চান্দ্রা এলাকায় ধর্ষণের পর ১৩ বছরের এক শিশু অন্তসত্তা হওয়ার ঘটনা জানাজানির পর অভিযুক্ত মসজিদের এক ইমাম পালিয়েছে। অভিযুক্ত ইমাম ফয়সল আহমেদ খান চান্দ্রা এলাকায় চেয়ারম্যান রোডে রাশেদিয়া জামে মসজিদে ইমামতি করতেন।
চান্দ্রা ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা খান জাহান আলী কালু জানান, ওই মেয়েটির পরিবার আমাদের ইউনিয়ন পরিষদ অফিসে এসে অভিযোগ করেছে। তবে অভিযুক্ত ইমাম এখন পলাতক রয়েছেন।
এ ঘটনায় কোনো ছাড় দেয়া হবে না বলে আশ্বস্ত করে তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু করার পরামর্শ দিয়েছি। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসিমউদ্দিন জানান, ভুক্তভোগীর পরিবার থানায় এসেছে রুজু করেছে।
জানা যায়, প্রতিদিন ভোরে শিশুটি অন্য ছোট ছেলে মেয়েদের সাথে আরবি পড়তে মসজিদে যেত। পড়া শেষে অন্যদের ছুটি দিলেও ইমাম তাকে কাজ আছে বলে অপেক্ষ করাতো। তাকে দিয়ে ইমামের বাথরুম পরিষ্কার করাতো। মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে এসবের ভিডিওতেও ধারণ করেছে। পরে ২ মাসের অন্তসত্তা হলে কাউকে কিছু বললে ভিডিওটি ফেইসবুকে ছড়িয়ে দিবে বলে হুমকি দেয়। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দেয়।
এদিকে, এ ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য একটি মহল জোর তদবির করছে বলে অভিযোগ পাওয়া গেছে। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মান্নান হাজী এ ঘটনার নিন্দা জানিয়ে ইমামের উপযুক্ত শাস্তি দাবি করেন।
Leave a Reply