শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি ॥
গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের আধুনা গ্রামের দিনমজুরের কন্যা ও চন্দ্রহার কে. আর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী (১৫) অপহরনের দুই মাস পর শুক্রবার রাতে পুলিশ উপজেলার সরিকল এলাকা থেকে উদ্ধারসহ অপহরনকারীকে গ্রেপ্তার করেছে। গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজাহারুল ইসলাম জানান, গৌরনদী উপজেলার চন্দ্রহার কে.আর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী (১৫) বিদ্যালয়ে আসা যাওয়ার পথে একই উপজেলার শাহজিরা গ্রামের প্রভাবশালী মনির মোল্লার ছেলে বখাটে সোহাগ মোল্লা (১৮) দীর্ঘদিন যাবত উত্যক্ত করে আসছিল। স্কুল ছাত্রী বিষয়টি বাবা মা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে তারা বখাটে সোহাগের অভিভাবকদের কাছে বিচার দেন।
এতে সোহাগ ক্ষিপ্ত হয়ে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি ঘটায়। এক পর্যায়ে নানান ভয়ভীতি দেখিয়ে স্কুল ছাত্রীকে অপহরনের হুমকি দেন। গত ৩০ জুলাই বিকালে স্কুল ছাত্রী ক্লাস শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গোপ্তেরবাড়ি ব্রিজের কাছে পৌছলে বখাটে সোহাগ মোল্লার নেতৃত্বে ৫/৬ জন সহযোগী সন্ত্রাসী স্কুলছাত্রীর পথরোধ করে। এ সময় স্কুল ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক মাহিন্দ্রা’য় তুলে অপহরণ করে নিয়ে যায়। পরের দিন এ ঘটনায় অপহৃতা স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে ৬ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
গোপণ সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলার শরিকল এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী সোহাগ মোল্লাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। স্কুল ছাত্রী জানান, অপহরনের পর তাকে বিভিন্ন এলাকায় রেখে ভয়ভিিত দেখিয়ে ধর্ষন করা হয়েছে।
Leave a Reply