শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কেশবপুরে ট্রাকের ধাক্কায় বুধবার সকালে পল্লী বিদ্যুতের একটি খুঁটি ভেঙে গেছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে প্রায় ৪ হাজার গ্রাহক পরিবার পড়েছে বিপাকে। প্রচণ্ড গরমের ভেতর বিদ্যুতবিহীন অবস্থায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছেন।
সংশিষ্ট সূত্রে জানা গেছে, কেশবপুর প্রেস ক্লাবের পাশে মধ্যকুলে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভের নিকট অবস্থিত পল্লী বিদ্যুতের একটি খুঁটি ট্রাকের ধাক্কায় ভেঙে যায়। ওই খুঁটি হতে পৌরসভার একাংশ, ৬ নম্বর ইউনিয়ন পরিষদের একাংশে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। খুঁটি ভেঙে যাওয়ায় পল্লী বিদ্যুতের ক্ষতি হয়েছে প্রায় ৬৫ হাজার টাকা। সকাল থেকেই ওই স্থানে নতুন খুঁটি স্থাপনের কাজ শুরু করলেও বিকেল পর্যন্তও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি।
কেশবপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিসের এজিএম (কম) আশরাফুল ইসলাম বলেন, ওই খুঁটি হতে পৌরসভার সাত নম্বর ওয়ার্ড, এক নম্বর ওয়ার্ডের একাংশ এবং ৬ নম্বর ইউনিয়ন পরিষদের মূলগ্রাম, মধ্যকুল, রামচন্দ্রপুর ও ব্যাসডাঙ্গা এলাকায় বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। এ সমস্ত এলাকায় প্রায় ৪ হাজার গ্রাহক রয়েছেন।
এলাকাবাসী জানায়, সকাল থেকে বিদ্যুতবিহীন অবস্থায় মানুষের ভোগান্তি বাড়ে। পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন খান বলেন, সকাল থেকে বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ। ৬ নম্বর ইউনিয়ন পরিষদের বাসিন্দা শিউলী খাতুন জানান, গরমে শিশুরা কান্নাকাটি করে। সারাদিন হাতপাখা দিয়ে শিশুদের বাতাস করতে হয়েছে।
কেশবপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল লতিফ বলেন, ট্রাকের ধাক্কায় খুঁটিটি ভেঙে প্রায় ৬৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। সকাল থেকেই ওই স্থানে একটি নতুন খুঁটি স্থাপনের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।
Leave a Reply