মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে অভিযানে ভুয়া চিকিৎসকের সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার দুপুরে হাসপাতালে ভুয়া চিকিৎসকের তৎপরতা এবং নানা অনিয়মের বিরুদ্ধে র্যাব-৩-এর একটি দল অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র্যাব-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
তিনি বলেন, করোনাকালীন সময়ে ভুয়া চিকিৎসকসহ হাসপাতালগুলোতে বিভিন্ন অনিয়মের খবর পাওয়া গেছে। মতিঝিলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভুয়া চিকিৎসক থাকাসহ বেশ কিছু অভিযোগের ভিত্তিতে দুপুর ১২টা থেকে অভিযান চালানো হচ্ছে। এ অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
Leave a Reply